ঢাকায় এক মঞ্চে গাইবেন জেমস ও আলী আজমত

ছবি: সংগৃহীত
রক সংগীতপ্রেমীদের জন্য এ যেন এক স্বপ্নময় সন্ধ্যা! আগামী ১৪ নভেম্বর ঢাকায় এক মঞ্চে গাইবেন দুই দেশের দুই কিংবদন্তি শিল্পী—বাংলাদেশের রকস্টার নগর বাউল জেমস এবং পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন–এর প্রধান ভোকাল আলী আজমত।
এই ঐতিহাসিক কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন বাজ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন।
কনসার্টের লাইন–আপ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন গ্রুপের সাজ্জাদ আহমেদ বলেন, “নগর বাউল জেমস এবং আলী আজমত—দুজনই সিনিয়র আর্টিস্ট। তাঁদের কনফার্ম করা হয়েছে। হয়তো পরবর্তীতে আরও শিল্পী যুক্ত হতে পারেন। নিশ্চিত হলেই আমরা ঘোষণা দেব।”
তিনি আরও স্পষ্ট করেন, “ব্যান্ড জুনুন আসছে না, জুনুন ব্যান্ডের প্রধান ভোকাল আলী আজমত সলো আর্টিস্ট হিসেবে আসছেন।”
‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’ শিরোনামে এই কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক–এর ওয়েবসাইটে।
আরও পড়ুন: ভুয়া প্রোফাইল নিয়ে প্রতারণার অভিযোগ নুসরাত ফারিয়ার
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে— ভিআইপি: ৬,৯৯৯ টাকা, প্রিমিয়াম: ৩,৪৯৯ টাকা, শিক্ষার্থী: ১,৪৯৯ টাকা.
আয়োজকদের মতে, ১৪ নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের জন্য গেট খোলা হবে বিকেল ৫টায়, এবং প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি