জুবিন গর্গের মৃত্যু, সঙ্গী ড্রামার গ্রেফতার

ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (৫২)। এ ঘটনায় তার সঙ্গী সংগীতশিল্পী ও ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করেছে আসাম পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আসামের গুয়াহাটির গরিগাঁওয়ের বাসা থেকে তাকে গ্রেফতারর করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শেখর জ্যোতির পরামর্শেই জুবিন পানিতে নামেন। কিন্তু আর তীরে ফিরতে পারেননি তিনি। শেখরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ ও ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিন গর্গের। কিন্তু তার আগেই, ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ে নামলে ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুন: ৭১ -এ হারিয়েছি আজকেও হারাব: চমক
মৃত্যুর পর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি