মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
সন্তান আগমনের সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় তার হৃদয় ভরে আছে।
২০২১ সালে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বিয়ে করেছিলেন। তবে বহু আগেই, প্রায় ১৪ বছর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন— “আমি বিয়ের স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই।” এবার সেই স্বপ্ন পূরণের পথে হাঁটছেন তিনি।
গত বছর থেকেই ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন চলছিল। লন্ডনে দীর্ঘদিন অবস্থান, প্রকাশ্যে কম দেখা দেওয়া এবং সাম্প্রতিক কিছু ইঙ্গিত সেই জল্পনা বাড়িয়ে দিয়েছিল। অবশেষে অভিনেত্রী নিজেই সুখবরটি জানালেন। শোনা যাচ্ছে, অক্টোবরেই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন তিনি।
আরও পড়ুন: কনসার্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তাহসান
বিয়ের পর থেকে ক্যাটরিনা অভিনয়জগৎ থেকে খানিকটা দূরে রয়েছেন। মাঝেমধ্যে তাকে বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় তীর্থস্থানে দেখা গেছে। শেষবার বড়পর্দায় তার অভিনয় দেখা যায় ‘মেরি ক্রিসমাস’ ছবিতে।
নিউজবাংলাদেশ.কম/এসবি