News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ২৬ মে ২০২৫
আপডেট: ১০:২৯, ২৬ মে ২০২৫

`তাণ্ডব`-এ শাকিবের সঙ্গে সিয়াম!

`তাণ্ডব`-এ শাকিবের সঙ্গে সিয়াম!

ছবি: সংগৃহীত

গত ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল শাকিব খানের ‘বরবাদ’ এবং সিয়াম আহমেদের ‘জংলি’। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্দায়ও প্রশংসিত হয়েছে ঢালিউডের দুই সুপারস্টারের সিনেমা। এবার কোরবানি ঈদে তাদের অনুরাগীদের জন্য এলো নতুন সুখবর- ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাকিব ও সিয়ামকে।

গোপন সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। যদিও সিনেমার ফরকাস্ট কিংবা অফিসিয়াল ঘোষণায় এখনো তাকে দেখা যায়নি, তবে ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে ঈদের অন্যতম বড় চমক।

এর আগে গুঞ্জন ছিল, শাকিব খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন আফরান নিশো। কিন্তু শাকিবের আপত্তিতে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। পরবর্তীতে নির্মাতা রায়হান রাফি ভরসা রাখেন ‘জংলি’খ্যাত সিয়াম আহমেদের ওপর।

সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার ফরকাস্ট। এতে দেখা যায় শাকিব খানকে এক ভয়ংকর অবতারে, যিনি একা লড়াই করছেন এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে। মাত্র দেড় মিনিটের এই ঝলকে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যদিও ফরকাস্টে সিয়ামের কোনো উপস্থিতি ছিল না, তবে জানা গেছে, তার অভিনয়ের বিষয়টি গোপন রেখেই সিনেমার শুটিং সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: কান উৎসবে বিশেষ সম্মাননায় ভূষিত বাংলাদেশের ‘আলী’

বর্তমানে সিনেমাটির এডিটিং চলছে। কাজ শেষ হলেই এটি জমা পড়বে সেন্সর বোর্ডে। জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’-এর গল্প।

‘তাণ্ডব’-এ শাকিব খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন জয়া আহসান ও সাবিল নূর। সিনেমার অন্যান্য শিল্পীদের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নির্মাতা রায়হান রাফি আশ্বাস দিয়েছেন, প্রমোশনাল ভিডিওগুলো একে একে প্রকাশ পেলে দর্শক আরও চমক পাবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়