News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৪, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২১:০১, ১৮ জানুয়ারি ২০২০

ভেস্তে গেলো মহুয়া ঝিলিক রাতুল মাস্টারদের স্টেজ শো

ভেস্তে গেলো মহুয়া ঝিলিক রাতুল মাস্টারদের স্টেজ শো

চুয়াডাঙ্গা: সবই ঠিক ছিল। বাধ সাধলো শুধু বৃষ্টি। ফলে ভেস্তে গেলো ভারতের পশ্চিমবঙ্গ থেকে চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গার বিশু শাহ বাউল একাডেমীতে আসা স্টার জলসার একঝাঁক তারকার স্টেজ শো।

‘অতো কষ্ট করে এলাম, অথচ বাংলাদেশের দর্শকদের সঙ্গে সরাসরি দেখা হলো না, কথা হলো না, কষ্ট নিয়েই ফিরতে হচ্ছে, বলুন তো ভালো কি লাগে?

স্টার জলসার টাপুরটুপুর ধারাবাহিকের তারকা রাতুল মাস্টার এভাবেই ব্যক্ত করেন তার কষ্টমাখা কথাগুলো।

আর ‘মা’ সিরিয়ালের ঝিলিক? দীর্ঘপথ পাড়ি দেয়ার ক্লান্তি মুছে গম্ভীর কণ্ঠে বললেন, ‘দুর ছাই! আজকেই কেন বৃষ্টি হলো?’

মা চরিত্রে অভিনয় করা মহুয়া হালদার তথা প্রতিমা মুখার্জী? ফারুক চেয়ারম্যানের বাড়িটা মুহূর্তেই যেন করে নিয়েছেন নিজের বাড়ি। বললেন, “এবার শো না করে ফিরলেও শিগগিরই আসছি।”

এবারের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গায় চারদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের গত রাতে ছিল শেষ দিন। এদিনের স্টেজ শো দেখার জন্য সন্ধ্যা থেকেই অসংখ্য দর্শক শ্রোতা ভিড় জমাতে থাকে। বজ্রগর্ভ মেঘ গুঁড়গুঁড় করে বৃষ্টি ঝরালেও ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন বহু দর্শক। এরই এক পর্যায়ে আয়োজনের প্রাণপুরুষ ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার মাইকে ঘোষণা দিয়ে বললেন, “ঝড় বৃষ্টির মধ্যে অনুষ্ঠান হবে না। পরবর্তীতে প্রকৃতির মেজাজ মর্জি বুঝে স্টার জলসার ঝিলিকসহ সকলকেই আনা হবে। এ কথায় মঞ্চের উজ্জ্বলতা ম্লান হলেও দর্শকসাধারণ ফিরলেন পরবর্তীতে ওদের শো দেখার আশা নিয়ে।

বিশু শাহ বাউল একাডেমীর স্টেজের বাতি নেভানো হলেও চেয়ারম্যানের বাড়িতে আইপিএস আর চার্জার বাতি জ্বালিয়েই বসানো হয় গানের আসর। চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক সঙ্গীত পরিবেশন করে বৃষ্টিস্নাত রাতের অংশটুকু করে তোলেন মায়াময়ী। মুন্সিগঞ্জের একদৃষ্টি প্রতিবন্ধী রেজাউলের গানেও বিদ্যুৎবিহীন বৃষ্টির কষ্ট তাড়িয়ে ফুটে ওঠে উৎসবের আমেজ। সংক্ষিপ্ত গানের আসর শেষে মধ্যরাত পর্যন্ত অতিথি শিল্পীদের হাসি-তামাশা, হইহুল্লোড় দুবাংলার অভিন্ন সংস্কৃতিরই যেন সাক্ষী হয়ে থাকেন উপস্থিত সকলে। নিশুতিতে অতিথিরা বলেন, “স্টেজ শো হলো না, তাতে কি! আজকের রাতটা সকলের জন্যই স্মৃতি হয়ে রবে।”

নিউজবাংলাদেশ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়