মুক্তি পাচ্ছে মাহিয়ানের ‘অবাস্তব ভালোবাসা’
ঢাকা: ঢালিউডের নবাগত নায়িকাদের মধ্যে অন্যতম মাহিয়ান চৌধুরীর প্রথম ছবি ‘অবাস্তব ভালবাসা’ মুক্তি পাচ্ছে আগামী ১৭ এপ্রিল।
ছবিতে মাহিয়ান চৌধুরী ছাড়া আরো অভিনয় করেছেন জয় চৌধুরী, কাজী হায়াৎ, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা ও বিপাশা কবির। এর আগে গত ২০ জানুয়ারি আনকাট সেন্সর ছাড়পত্র পায় মাহিয়ান চৌধুরী অভিনীত এ ছবি।
জানা গেছে, প্রথম ছবি মুক্তি পাওয়া নিয়ে মাহিয়ান উচ্ছ্বসিত থাকলেও বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন দ্বিতীয় ছবির কাজ নিয়ে। প্রথম ছবি মুক্তির পরপরই নতুন ছবির কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তার। আর এ ছবির প্রযোজনা করবে তার নিজেরই প্রযোজনা প্রতিষ্ঠান এফ এ চলচ্চিত্র।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








