আমিই গাড়ি চালাচ্ছিলাম: সালমানের গাড়িচালক
গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে এক যুগেরও বেশি সময় ধরে মামলা চলছে বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে। কিন্তু সালমানের দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না। কিন্তু তার গাড়িচালক এতদিন নিশ্চুপ ছিলেন। অবশেষে প্রথমবারের মতো তিনি মুখ খুললেন। তিনিও জানিয়েছেন, দুর্ঘটনার সময় সালমান চালকের সিটে ছিলেন না।
দীর্ঘ ১৩ বছর পর সোমবার প্রথমবারের মতো আদালতে হাজির হন সালমানের গাড়িচালক অশোক। তিনি বলেছেন, “সেদিন আমিই গাড়ি চালাচ্ছিলাম। টায়ার ফেটে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমি।”
এতদিন কেন বললেন, জানতে চাইলে অশোক বলেন, ‘প্রথম দিন পুলিশ আমার কথা শোনেনি।”
২০০২ সালে মুম্বাইয়ে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে মামলা হয় সালমানের বিরুদ্ধে। ওই দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিলেন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চার ব্যক্তি। দুর্ঘটনাস্থলে উপস্থিত দুই সাক্ষীর দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সালমান। দুর্ঘটনার পরপরই গাড়ির চালকের আসন থেকে নেমে আসেন তিনি। অবস্থা বেগতিক দেখে তিনি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








