News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ১৯ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:১১, ১৯ আগস্ট ২০২৫

পরীমণির মেয়ে আইসিইউতে

পরীমণির মেয়ে আইসিইউতে

দুই সন্তানের সঙ্গে পরীমনি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির মেয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন। শুধু তার মেয়েই নয়, পরীমণি ও তার ছেলে পদ্মও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৮ আগস্ট) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে পরীমণি জানান, “আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ!”

এর আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ছেলে পদ্মসহ হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের পরামর্শে দুজনকেই ভর্তি করা হয়।

আরও পড়ুন: নায়িকার চরিত্রে প্রথমবার রুনা খান

চিকিৎসক সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টের কারণে পরীমণিকে নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করতে হচ্ছে। জ্বর ও শরীরব্যথা এখনও রয়েছে। তবে শ্বাসকষ্ট কিছুটা কমেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়