মা হচ্ছেন রানি মুখার্জি
রানি মুখার্জি মা হচ্ছেন বলে বলিউডে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। সত্যিই মা হতে যাচ্ছেন রানি। সব কিছু ঠিকঠাক থাকলে রানি এবং আদিত্য চোপড়ার প্রথম সন্তান জন্ম নেবে ২০১৬ সালের জানুয়ারিতে। আর এ নিশ্চিত করেছেন রানির বৌদি ছোটপর্দার অভিনেত্রী জ্যোতি মুখোপাধ্যায়।
দু’মাস আগে লন্ডনে ছুটি কাটাতে গিয়ে একটি পার্লারে বিশেষ ধরনের ম্যাসাজ নেন রানি। সাধারণত গর্ভাবস্থায় নারীরা ওই ধরনের ম্যাসাজ করান। এরপরই সবাই বলাবলি শুরু করে, তাহলে রানি এবার মা হচ্ছেন!
জানা গেছে, গত সপ্তাহে লন্ডন থেকে ফিরেই আবার অন্য কোথাও বেড়াতে গেছেন তারা। সে কথা পরিবারের বাইরে কেউ জানেন না।
২০১৪ সালের এপ্রিলে ইতালিতে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করেন রানি এবং আদিত্য। দীর্ঘদিন রানি বলিউডে অনুপস্থিত। ২০১৪ সালের শেষ বার তাকে ‘মর্দানি’ ছবিতে দেখা গিয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








