আরটিভিতে উড়ামন-নোয়াশাল
ঢাকা: বিদেশ গিয়ে হঠাৎ বড়লোক হয়ে যান জাহিদ হাসান। দেশে এসে সেই টাকা নিয়ে নানা সব কাজ করে আলোচিত হন তিনি। সেগুলো হিতের চেয়ে বিপরীত হয় বেশী। ঘটতে থাকে একের পর ঘটনা।
মঙ্গলবার ‘উড়ামন’ নামের একটি ধারাবাহিক নাটকে সায়খুল নামের এমন চরিত্রেই দেখা যাবে জাহিদ হাসানকে। জাকির হোসেন উজ্বলের রচনা ও জাহিদ হাসানের পরিচালনায় নাটকটি দেখা যাবে আরটিভিতে প্রতি সোম থেকে বুধবার রাত ৮টা ২০ মিনিটে।
উড়ামনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জাহিদ হাসান, নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, শামীম জামান, কেয়া চৌধুরী প্রমুখ।
অন্যদিকে, রাত ৯টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। কামরুল হাসানের রচনায় নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাব্বির।
আরটিভিতে প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত ৯টা ৫ মিনিটে দেখা যাবে এ ধারাবাহিক। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুর্মকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ, সুভাশীষ ভৌমিক, বাদল, হায়দার, দেব মিঠুসহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








