সংগীত শিল্পী ফরিদা ইয়াসমিন আর নেই
ঢাকা: সাবিনা ইয়াসমিনের বড় বোন ষাটের দশকের জনপ্রিয় সংগীত শিল্পী ফরিদা ইয়াসমিন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বারডেম হাসপাতালে সত্তরোর্ধ্ব এই শিল্পী মারা যান।
তিনি গত ১৮দিন ধরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফরিদা ইয়াসমিন ষাটের দশকে গান গেয়ে জনপ্রিয়তা পান। তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের স্ত্রী ছিলেন।
অনেক দিন আগে থেকেই তার কিডনি ডায়ালাইসিস চলছিল। এছাড়া থেলাসেমিয়া, একবার হার্ট অ্যাটাকসহ বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
১৯৪০ সালের ৩ ফেব্রুয়ারি কলকাতার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন ফরিদা ইয়াসমীন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অন্য দুই বোন নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীন জনপ্রিয় সংগীতশিল্পী।
প্লে-ব্যাক শিল্পী হিসেবে ফরিদা ইয়াসমীন পাঁচ বছরের বেশি সময় সংগীত জগতের সঙ্গে যুক্ত থাকেননি। ষাটের দশকে অসাধারণ কয়েকটি গান গেয়ে তিনি জয় করে নিয়েছিলেন মানুষের মন। তার জনপ্রিয় গানগুলির মধ্যে ছিল ‘ফুলের হাওয়া লাগল’, ‘তুমি জীবনে মরনে আমায় আপন করেছ’, এবং ‘সায়ান বেদার্দি মেরা দার্দ না জানে রে’। শেষ গানটি সুপারহিট উর্দু ছবি চান্দায় ব্যবহৃত হয়েছিল। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি সংগীত জগৎকে বিদায় জানান।
শিল্পী ফরিদা ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফরিদা ইয়াসমিনের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। রোববার জানাজার পর তাকে বনানী করবস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








