শাহরুখ-দীপিকার সম্পর্কে ‘চ্যালেঞ্জ’!
বলিউডে যে সুপারস্টারের নায়িকা হিসাবে পা রেখেছিলেন এবার তার বিরুদ্ধেই কি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন দীপিকা? আর তা না হলে শাহরুখই বা এত চটবেন কেন? এখনও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলোননি বলিউড বাদশা। তবে বলিউডের অন্দরের গুঞ্জন শাহরুখ-দীপিকার সম্পর্কে ভালই চিড় ধরেছে।
যদিও দীপিকার দাবি, তার এমন কোনও উদ্দেশ্য ছিল না। আসলে ঠিক কী ঘটেছিল? যার কারণে এই চিড় ধরা, নাখোশ হওয়ার কথা বলা হচ্ছে।
বিষয়টি হচ্ছে- চলতি বছরের ১৮ ডিসেম্বরে একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ এবং দীপিকা পাড়ুকোনের ‘বাজিরাও মাস্তানি’। সম্প্রতি ‘বাজিরাও মস্তানি’র ফার্স্ট লুক নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন বলিউডের ‘পিকু’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল ‘চ্যালেঞ্জ অ্যক্সসেপটেড’।
শাহরুখের ঘনিষ্ঠ সূত্র জানায়, দীপিকার এই আচরণে বেজায় চটেছেন কিং খান। যদিও পরে দীপিকা নিজেই ওই পোস্টটি ইন্সটাগ্রাম থেকে মুছে ফেলেন। তবে ততক্ষণে যা হয়ে যাওয়ার তা হয়ে গেছে। নাখোশ হয়ে গেছেন কিং শাহরুখ।
এ নিয়ে দীপিকার দাবি, দুটো একদম ভিন্ন ধারার ছবি। আমি তো প্রযোজক বা পরিচালক নই, তাই ব্যবসার ব্যাপারে আমার কোনও ধারণা নেই। শাহরুখ আর আমার সম্পর্ক খুব স্পেশাল। কোনও কিছুই তাতে ভাঙন ধরাতে পারবে না।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








