News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ১ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২০

জেনি-তানভীরের মালাবদল

জেনি-তানভীরের মালাবদল

ঢাকা: মালাবদল করলেন অভিনয়শিল্পী, মডেল জেনি ও চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং তারকারা উপস্থিত ছিলেন। বিয়ে অনুষ্ঠানে তানভীর ও জেনি তাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ৫ জুন জেনির নিউ ইস্কাটনের বাসায় তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। সেসময় জেনি জানিয়েছিলেন, হঠাৎই আংটি বদলের কাজ হয়েছে, বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, এ বিয়ের মধ্য দিয়ে তানভীর খান ও জেনি দুজনই দ্বিতীয় বিয়ে করলেন। এর আগে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে দুইবছর ঘর করেছিলেন জেনি। আর তানভীর খানের প্রথম বিয়েও টেকেনি, সেই ঘরে তার একটি সন্তান রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়