News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ১ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৯, ১৯ জানুয়ারি ২০২০

মাধুরীর ‘ম্যাডজ’ কালেকশন

মাধুরীর ‘ম্যাডজ’ কালেকশন

বলিউডে মাধুরী দীক্ষিতকে বলা হয় সৌন্দর্যের রানি। তার সৌন্দর্যে যেমন দর্শক মুগ্ধ হয় তেমনি মুগ্ধ হয় তার অসাধারণ অভিনয় দক্ষতায়। আর তাই সৌন্দর্যের রানির সব কিছুতেই ভক্তদের আগ্রহ।

অনেক ভক্ত আছেন যারা মাধুরীর মতো পোশাক পরতে। তাদের ইচ্ছে পূরণ করতেই এবার এগিয়ে এলেন মাধুরী দীক্ষিত। তিনি বাজারে নিয়ে এলেন তার নিজের পোশাকের ব্র্যান্ড ‘ম্যাডজ’।

ম্যাডজের ওয়েব সাইটে গেলেই পাওয়া যাবে সব তথ্য। পাওয়া যাবে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য। সম্প্রতি ড্যান্স উইথ মাধুরী নামের বিশেষ কালেকশন এনেছেন তিনি। নৃত্যশিল্পী এবং খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এ কালেকশন আনা হয়েছে।

জানা গেছে, মাধুরী তার স্বামীর পরিকল্পনায় এ পেশায় নেমেছেন।

ম্যাডজের সাইটে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউই কিনতে পারবে এ অভিনেত্রীর ডিজাইন করা নানা পোশাক। দামও খুব একটা বেশি না। বাংলাদেশি টাকার প্রায় ১০০০ টাকা থেকে নানা পোশাকের মূল্য শুরু হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়