News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৯, ৮ অক্টোবর ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষায় যাচাই হবে মানবিক গুণাবলী

মেডিকেল ভর্তি পরীক্ষায় যাচাই হবে মানবিক গুণাবলী

ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মানবিক গুণাবলী, সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা যাচাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 

এ বিষয়ে নতুন রূপরেখা তৈরি করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বর্তমানে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার এই পরীক্ষায় শিক্ষার্থীরা মূলত পাঠ্যবই মুখস্থের দক্ষতার ভিত্তিতে নম্বর পায়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে, এতে মানবিক গুণাবলী ও সৃজনশীল চিন্তাশক্তি যথাযথভাবে মূল্যায়ন হয় না।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫,৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৬,২৯৩টি আসন রয়েছে। সরকারি ও বেসরকারির বাইরে আছে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজ। দেশের মোট মেডিকেল কলেজের সংখ্যা ১১০।

ভর্তি পরীক্ষায় আসছে নতুন মাত্রা

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এইবারের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মানবিক গুণাবলী এবং সৃজনশীলতা যাচাইয়ের জন্য অতিরিক্ত ১০ নম্বরের ব্যবস্থা নেওয়া হতে পারে। এই নম্বরও মূল এমসিকিউ ওএমআর শিটে অন্তর্ভুক্ত থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বর্তমান পদ্ধতিতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক গুণাবলী যাচাই করা সম্ভব হয় না। পাঠ্যবই মুখস্থ করতে পারলেই শিক্ষার্থী মেডিকেলে সুযোগ পাচ্ছেন, কিন্তু এমবিবিএস শেষ করার পর অনেক শিক্ষার্থী চিকিৎসা পেশায় নিয়মিত হচ্ছেন না। একজন মেডিকেল শিক্ষার্থীর পেছনে রাষ্ট্রের লাখ লাখ টাকা বিনিয়োগ থাকে। যারা চিকিৎসা পেশায় আসতে ইচ্ছুক, তাদের অবশ্যই মানবিক ও দায়িত্বশীল হতে হবে। চিকিৎসকের অবহেলাতেই রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে।

আরও পড়ুন: ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১০ অক্টোবর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক গুণাবলী, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতা যাচাইয়ের চিন্তা চলছে। ভর্তি পরীক্ষা অন্যান্য বছরের মতোই থাকবে, তবে কিছুটা ভিন্নতা আনা হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিষয়টি নিয়ে সরকার ভাবছে এবং কাজ করছে।

অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছুটা ভিন্নতা আনা হচ্ছে। পরীক্ষা প্রস্তুতি চলমান রয়েছে। প্রশ্ন পদ্ধতি আগের আদলেই থাকবে, কিন্তু শিক্ষার্থীদের মানবিক গুণাবলী যাচাইয়ের জন্য কিছু বিষয় সংযোজন হতে পারে। এটি পরিচালনা করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

ভর্তি পরীক্ষা নির্ধারণ

২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আবেদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য শিগগিরই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ১৭ জানুয়ারি ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবারের পরীক্ষা সেক্ষেত্রে মাসাধিক আগে অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমান ভর্তি পদ্ধতি

বর্তমান পদ্ধতিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। বিষয়ভিত্তিক বণ্টন: পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০ নম্বর। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হয়। ৪০ নম্বরের নিচে কেউ উত্তীর্ণ বিবেচিত হন না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়