সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত
সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজার এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির একটি বগি উল্টে যায়।
তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস।
তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ মোগলাবাজারে লাইনচ্যুত হয়েছে। বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে যাওয়া সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বিঘ্নিত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি