News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৫, ৬ অক্টোবর ২০২৫

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা করছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। দুপুর ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলায় আগুনের উপস্থিতি টের পান কর্মরত শ্রমিকরা। পরে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কারখানার সব গেট খুলে দিয়ে শ্রমিকদের নিরাপদে বের করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেডে অগ্নিকাণ্ডের সংবাদ পায় সোমবার দুপুর ১২টা ১৯ মিনিটে। ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এখন পর্যন্ত কোনও  হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: তিস্তার পানি কমলেও লালমনিরহাটে পানিবন্দী লাখো মানুষ 

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপপরিচালক আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, “এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট ৯টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়