News Bangladesh

যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৫, ২১ আগস্ট ২০২৫

‘প্রতিবন্ধী ভ্যানচালককে হত্যা করে ভ্যান পুঁতে রাখেন ঘরের মেঝেতে’

‘প্রতিবন্ধী ভ্যানচালককে হত্যা করে ভ্যান পুঁতে রাখেন ঘরের মেঝেতে’

ছবি: সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখকে (২৬) হত্যা করে ভ্যান খুলে তার যন্ত্রাংশ ও ব্যাটারি নিজ ঘরের মেঝের মাটিতে পুঁতে রাখেন বিল্লাল হোসেন। এ হত্যাকাণ্ডের আসামি বেলাল হোসেনকে আটকের পর এমনই চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। 

আটকের পর তার স্বীকারোক্তি মূলক জবানবন্দীর উপর ভিত্তি করে তার ঘরের মেঝে খুড়ে পুলিশের সদস্যরা ভ্যানের বডি ও কিছু যন্ত্রাংশ উদ্ধার করেছে। এছাড়া যেসব যন্ত্রের অংশ খুলে নোয়াপাড়া ও খুলনার ফুলতলা এলাকায় বিক্রি করেছিলেন সেগুলোও উদ্ধার করেছেন পুলিশ। চোরাই ভ্যানের মালামাল কেনার অপরাধে পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলীম। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালত হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেন জেলার অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের তারিকুল ইসলামের ছেলে।

আব্দুল আলীম জানায়, গত ১১ই আগস্ট ২০২৫ তারিখে শারীরিক প্রতিবন্ধী লিমন শেখ নোয়াপাড়া জাবুরা মোড় এলাকার ভাড়া বাসা থেকে তার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে সকাল ৯ টায় বাড়ি থেকে বের হন। এরপর রাতে সে আর বাড়িতে ফেরেনি। পরে ১২ আগস্ট সকাল ছয়টার দিকে জেলার অভয়নগর উপজেলার ৫ নম্বর শ্রীধরপুর ইউনিয়নের ফরাজী বাড়ি বিলপাড়া এলাকায় নাসির ফরাজীর জিগা গাছ থেকে কাপড় দিয়ে গলা ফাঁস লাগানো অবস্থায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেন। ময়নাতদন্ত লিমনকে হত্যার বিষয়টি নিশ্চিত হন পুলিশ।

আরও পড়ুন: আবারও সংঘর্ষে ঢাকা কলেজ–সিটি কলেজ, আহত ৫

এরপর ১৩ ই আগস্ট নিহত লিমনের বাবা আবুল কাশেম শেখ অভয়নগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আমার নেতৃত্বে এসআই মোঃ বায়েজীদ মোল্লা'কে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। একপর্যায়ে ২০ আগস্ট রাত সাড়ে আটটার দিকে তথ্যপ্রযুক্তি সহায়তায় বিল্লালকে (২৭)  শিল্প শহর নওয়াপাড়া নুরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্য মতে তার ঘরের মেঝে খুঁড়ে চোরাই ভ্যানের বডিসহ অন্যান্য কিছু যন্ত্রংশ উদ্ধার করা হয়। এবং বিক্রয়কৃত ভ্যানের চারটি ব্যাটারি অভয়নগরের বাসুয়াড়ী গ্রামের মৃত্যু হাকিম শেখের ছেলে মোঃ লিটন (৩৭), একই গ্রামের একই গ্রামের কেরামত মোল্লার ছেলে আসানুর (৩৫) ও খুলনার ফুলতলা উপজেলার গ্রামের ধীরেন নাথ দত্তের ছেলে সঞ্জয় (৩৪) কাছ থেকে উদ্ধার করা হয়। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়