News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৯, ২১ আগস্ট ২০২৫

আবারও সংঘর্ষে ঢাকা কলেজ–সিটি কলেজ, আহত ৫

আবারও সংঘর্ষে ঢাকা কলেজ–সিটি কলেজ, আহত ৫

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় আবারও মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সংঘর্ষের সময় দুই পক্ষের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ায়। হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ায় আশপাশের পথচারী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যদিও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। এর জের ধরে বৃহস্পতিবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে একজন শিক্ষার্থীর শার্ট টেনে ছিঁড়ে ফেলা হয়। এরপরই উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: প্রাইভেটকার উল্টে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৩

ওসি মাহফুজুল হক বলেন, সংঘর্ষে ঢাকা কলেজের দুইজন এবং সিটি কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

ঘটনার পরই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। 

নিউমার্কেট থানার ওসি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ১৯ আগস্ট আইডি কার্ড কেড়ে নেওয়া ও শিক্ষার্থী মারধরের ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হয়। আজকের ঘটনায় সেই উত্তেজনা আবারও প্রকাশ পায় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়