News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আতোয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামে মঙ্গলবার রাত পৌনে নটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আতোয়ার রহমান ওই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের কিয়াস উদ্দিনের ছেলে আ. রহমানের  সাথে আতোয়ার রহমানের জমিজমা সঙক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে আ. রহমান মঙ্গলবার সন্ধ্যায় আতোয়ারের ছেলে রাশেদুলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করে। এরপর রাত পৌনে নটার দিকে বালছিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে আতোয়ারকে আটক করে আ. রহমান লাঠিসোটা দিয়ে তাকে পেটাতে থাকে।

জানা যায়, আতোয়ারকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান আতোয়ার।

রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম এনামুল হক জানান, “জমি সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।”

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, “কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
 
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়