ডিএমপির জালে নারীসহ অজ্ঞান পার্টির ৭ সদস্য
ঢাকা: রাজধানীর কোথাও না কোথাও প্রতিদিনই অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন কেউ না কেউ। তাদের প্রতিহত করতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মোছা. নার্গিস (৩৮), মো. শাহ আলম (৪০), মো. রুবেল (২০), মো. জামাল (২৭), মো. কাবিলা (৪২), মোছা. সুফয়া (৩৫) ও মোছা. রওশন আরা (৪০)। এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার মলম, মরিচের গুঁড়া ও ২০টি এপিট্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, রাজধানীসসহ দেশের বিভিন্ন স্থানে নিরীহ মানুষের সাথে প্রথমে তারা মিশে যান। এরপর সুকৌশলে মরিচের গুড়া, মলম ও বিষাক্ত ট্যাবলেট পাউডার দিয়ে তাদেরকে অজ্ঞান করে স্বর্বস্ব ছিনিয়ে নেন।
ডিএপির ভ্রাম্যমাণ আদালত উদ্ধারকৃত আলামত এবং অপরাধের ওপর ভিত্তি করে গ্রেফতারকৃতদের মধ্যে শাহ আলম, রুবেল, জামাল ও কাবিলাকে ৯ মাস এবং সুফিয়া, রওশন আরা ও নারগিসকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








