নওগাঁর বদলগাছীতে কাঠের আঘাতে কিশোরের মৃত্যু
নওগাঁ: নওগাঁর বদলগাছীতে কাঠের আঘাতে এক কিশোর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বদলগাছী সদরের জিওল গ্রামে। নিহত শাহিদ হোসেন (১৪) ওই গ্রামের আ: সোবহান মিস্ত্রির ছেলে।
জানা গেছে, বদলগাছী সদরের জিওল গ্রামের নূরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং হঠাৎপাড়ায় বসবাসকারী সাপাহার উপজেলার আব্দুল খালেক একই সাথে রাজমিস্ত্রির কাজ করতেন। তাদের মধ্যে দেনা-পাওনার ঘটনা নিয়ে গত ২৯ মার্চ রবিবার সন্ধ্যায় আব্দুল খালেক রবিউল ইসলামের বাড়িতে যায়।
সে সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা উভয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। বিষয়টি দেখে পাশে থাকা আব্দুস সোবহান মিস্ত্রির ছেলে শাহিদ হোসেন দৌড়ে এসে উভয়ের মারামারি ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেন।
এসময় আব্দুল খালেক একটি কাঠের চেলা নিয়ে সজোরে আঘাত করলে শাহিদের মাথায় লাগে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে আব্দুল খালেক দ্রুত সটকে পড়েন।
এলাকাবাসী এসে শাহিদকে দ্রুত বদলগাছী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে শাহিদ মারা যান।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, “নিহত শাহিদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








