News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১১, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৭, ১৮ জানুয়ারি ২০২০

সেনাবাহিনীর হাতে আদিবাসী ৩ ছাত্র আটক

সেনাবাহিনীর হাতে আদিবাসী ৩ ছাত্র আটক

খাগড়াছড়ি: গুঁইমারা উচ্চ বিদ্যালয়ের ৩ আদিবাসী এসএসসি পরীক্ষার্থীকে সাইনবোর্ড চুরির অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর তাদেরকে গুঁইমারা সাব-জোনে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুঁইমারা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য থানিমং মারমা নিউজবাংলাদেশকে বলেন, “২৬ মার্চের রাতে গুঁইমারা সাব-জোনের একটি সাইনবোর্ড কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আদিবাসীদের ওপর দোষ চাপানো হয়।”

তিনি জানান, সাইনবোর্ড চুরির ঘটনায় ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে তিনি সেনা সাব-জোন সূত্রে জানতে পেরেছেন।

সাব-জোনের এক সেনা অফিসার মুঠোফোনে (০১৫৫৪৩১২৮৪৫) নিউজবাংলাদেশকে বলেন, “আটককৃত ছাত্রদের নামে সাইনবোর্ড চুরির অভিযোগ রয়েছে। তাদের নামে মামলাও রয়েছে।”

মামলা থাকলে বিষয়টি পুলিশের দায়িত্বে পড়ে কীনা জানতে চাইলে অফিসার বলেন, “পুলিশের সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে সেনাবাহিনী নিজেরাই অভিযুক্তদের আটক করেছে।”

এ ব্যাপারে জানার জন্য গুঁইমারা থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিনকে একাধিকবার ফোনে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। পরে রামগড় সার্কেলের এসপির কাছে জানতে চাইলে তিনিও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর প্রেস সেকশনের প্রধান নিরণ চাকমা দাবি, আটককৃত দীপন ত্রিপুরা, সন্তোষ চাকমা ও অংক্যচিং মারমা পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী। সংগঠনকে হয়রানি করার জন্য তাদেরকে আটক করা হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়