রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত
রাজশাহী: রাজশাহীর শাহ মুখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না ফেরদৌস নিহত হয়েছেন। এ ঘটনায় পাইলট লে. কর্নেল সাইদ কামাল আহত হয়েছেন।
বুধবার দুপুরে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
রাজশাহীর শাহমখদুম থানার এসআই হারুন জানান, বুধবার দুপুরে রানওয়েতে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে গেলে এটি বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটিতে তারা দুজনেই ছিলেন।
নিহত তামান্না ফেরদৌসের বাড়ি ঢাকার নিকুঞ্জ-২ এলাকায়। আহত লে. কর্নেল সাঈদ কামালের বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








