News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৫, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৭, ১৮ জানুয়ারি ২০২০

‘অর্থের মাধ্যমে এখন নদী লেনদেন হচ্ছে’

‘অর্থের মাধ্যমে এখন নদী লেনদেন হচ্ছে’

ঢাকা: অর্থের মাধ্যমে এখন নদী লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)- এর সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। তিনি বলেছেন, গায়ের জোরে নদীকে মেরে ফেলা অপরাধ।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে বাপার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সোনাই নদীর প্রবাহ বন্ধ করে সায়হাম ফিউচার কমপ্লেক্স নির্মাণের অনুমতি প্রদানের প্রতিবাদ ও আদালতের রায় অনুযায়ী নদীসমূহের সীমানা পিলার যথাযথভাবে স্থাপনের দাবিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ এসময় বলেন, “অর্থের মাধ্যমে এখন নদী লেনদেন হচ্ছে। নদীর সীমানা কমিয়ে, নদীর ভেতর খুঁটি গেঁড়ে নদীগুলো দখল করা হচ্ছে। আর এটি করতে লেনদেন হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।”

তিনি আরো বলেন, “নদীর প্রবাহ বন্ধ করে যে বাড়িঘর নির্মাণ করা হয়েছে তা অপসারণ করতে হবে। গায়ের জোরে নদীকে মেরে ফেলা অপরাধ।”

অধ্যাপক সাঈদ বলেন, “নদী টার্স্কফোর্স ও নদী কমিশন সোনাই নদীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাই কোর্টের রায় অনুসারে ৫০ মিটার নদীপাড় রেখে সীমানা নির্ধারণী পিলার বসানোর নির্দেশনা মানা হচ্ছে না।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনে ৬টি দাবি উল্লেখ করে বলা হয়, সোনাই নদীর মাঝখান থেকে স্থাপনা অপসারণ ও এ বিষয়ে জাতীয় নদী টাস্কফোর্সের সর্বশেষ সিদ্ধান্ত বাতিল করতে হবে। হাইকোর্টের রায় অমান্যকারী সরকারি ও অর্থ অপচয়কারী প্রশাসনিক কর্মকর্তাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাপার সহ-সভাপতি অ্যাড. সুলতানা কামাল, সহ-সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়