ঝিনাইদহে বিএনপির ৫ নেতাকর্মী আটক
ঝিনাইদহ: মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান চালিয়ে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল নিউজবাংলাদেশকে বলেন, “২০ দলীয় জোটের চলমান অনির্দিষ্ট কালের হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশংকায় বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।”
তিনি আরো বলেন, “আটককৃদরকে জিজ্ঞাসাবাদ করে কোর্টের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে প্রেরণ করা হবে।”
এদিকে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “উদয়পুর গ্রাম থেকে ৩ জন ও পবহাটি থেকে ২ জনকে পুলিশ আটক করেছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








