News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৭, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:২৩, ১৮ জানুয়ারি ২০২০

উত্তরে বৈধ যারা

উত্তরে বৈধ যারা

ঢাকা: ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৈধ প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হকের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া এই সিটিতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল, আওয়ামী লীগের সংসদ সদস্য অভিনেত্রী কবরী সারোয়ার, ববি হাজ্জাজ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিখ আউয়াল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী ও বিকল্পধারার সভাপতি বি চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই সকাল সাড়ে ১০টায় উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তালিকা পাওয়া গেছে।

এ সিটিতে ভোটার না হওয়ায় আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ১৮ মার্চ ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। ভোটগ্রহণ ২৮ এপ্রিল।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়