সিটি নির্বাচন
দক্ষিণে আব্বাস-সাঈদ বৈধ
ঢাকা: সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঢাকা দক্ষিণে বৈধ প্রার্থী হিসেবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ও আওয়ামী লীগের সাঈদ খোকনের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তালিকা পাওয়া গেছে।
একই সঙ্গে কারাবন্দি বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পিন্টু বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডিত হয়ে কারা ভোগ করছেন।
উল্লেখ্য, ১৮ মার্চ ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। ভোটগ্রহণ ২৮ এপ্রিল।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ
নিউজবাংলাদেশ.কম








