News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৫, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৪৫, ২৩ নভেম্বর ২০২০

৫০ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী মিনহাজ গ্রেফতার

টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী মিনহাজ গ্রেফতার

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ীর ৫০ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী মিনহাজ আলী বেপারীকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ধেরুয় এলাকায় নাসির গ্লাস অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিনহাজ গোড়াই শিল্পাঞ্চল এলাকার পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তিনি ওই এলাকার রানারচালা গ্রামের মো. আলহাজ বেপারীর ছেলে।

মির্জাপুর থানার ওসি নাজমুল হক ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে অভিযান চালিয়ে মিনহাজকে গ্রেফতার করে। মিনহাজ গোড়াই শিল্পাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে সে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই এলাকা নিয়ন্ত্রণ করে আসছিল। আজ (বুধবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, গত রোববার সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় জুঁই-জুথী ফিলিং স্টেশনের মালিক হুমায়ুন কবীর ব্যক্তিগত গাড়িতে করে তার আত্মীয় আফসার মল্লিককে দিয়ে ৫০ লাখ টাকা অগ্রণী ব্যাংক মির্জাপুর ক্যাডেট কলেজ শাখায় জমা দেওয়ার জন্য পাঠান। গাড়িটি মহাসড়কের ক্যাডেট কলেজ বাস স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় দুর্বৃত্ত প্রথমে ফাঁকা গুলি করে। পরে তারা ককটেল ফাটিয়ে গাড়িটির গতিরোধ করে ভেতর থেকে ব্যাগ বোঝাই ৫০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়