News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৯, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:২৩, ১৮ জানুয়ারি ২০২০

সুন্দরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

সুন্দরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে আতোয়ার রহমান (৫০) নামে একজন খুন হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতোয়ার রহমান একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

রামজীবন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এটিএম এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে আতোয়ারের সঙ্গে তার চাচাতো ভাই কিয়াস উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আব্দুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে রাতে আতোয়ারের ছেলে রাশেদুলের সঙ্গে আব্দুর রহমানের বাক-বিতণ্ডা হয়। এসময় রহমান রাশেদুলকে বেদম মারপিট করে। ফলে রাশেদুল মারত্মক আহত হয়। ছেলের আহত হওয়ার খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আতোয়ার স্থানীয় বালাছিরাবাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথেই আব্দুর রহমান তার লোকজন নিয়ে আতোয়ারের ওপর হামলা চালায়। তারা লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে আতোয়ারকে ফেলে রেখে চলে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে মারা যান আতোয়ার।

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়