চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম (মিরসরাই): মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী ব্রিক ফিল্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাকিব কাটাছরা ইউনিয়নের কাটাছরা গ্রামের ওসমান হারুনের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মহসীন জানান, রাকিব উপজেলার বিভিন্ন এলাকায় মিনারেল ওয়াটার বিতরণের কাজ করতেন। সন্ধ্যায় পানির জার ভর্তি পিকআপ ভ্যানে সে বারইয়ারহাটের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে ঠাকুরদীঘি এলাকায় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে রাকিব পিকআপ ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এসময় অজ্ঞাত একটি গাড়ি চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








