News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৭, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:২৩, ১৮ জানুয়ারি ২০২০

শেরপুরে অটোরিকশা চালক খুন

শেরপুরে অটোরিকশা চালক খুন

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে উমর আলী (৫০) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ছাইছাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উমর উপজেলার নন্নী ইউনিয়নের ছাইছাকুড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে।

নিহতের ছেলে আশরাফুল জানান, তার বাবা উমর আলী অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে ছাইছাকুড়া গ্রামের বিশুর দোকানের কাছে এলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ওসি একেএম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়