মাগুরায় পেট্রোলবোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু
ঢাকা: মাগুরার শালিখা উপজেলার মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ইমরান মোল্লা (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা পাঁচ জনে দাঁড়ালো।
ইমরানের দুলাভাই জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ইমরানের শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, এর আগে ২১ মার্চ রাতে মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ দুর্বৃত্তরা। এতে ৯ বালু শ্রমিক দগ্ধ হন। তাদের প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৯ শ্রমিকের মধ্যে ৫ জন মারা গেলেন।
নিহতরা হলেন- মতিন বিশ্বাস, রওশন বিশ্বাস, সকিন মোল্লা, ইয়াদুন মোল্লা ও ইমরান মোল্লা।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








