রাজশাহীতে মহাসড়কের পাশে মজুদ বিস্ফোরক উদ্ধার
রাজশাহী: রাজশাহীর দেওয়ানপাড়া এলাকায় মহাসড়কের পাশে মজুদ করে রাখা ককটেল, পেট্রোল বোমা ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে পুলিশ এগুলো উদ্ধার করে।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-রাজশাহী মহাসড়কের ১০০ গজ দূরের একটি দেওয়ালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করে। এর মধ্যে রয়েছে পাঁচটি ককটেল, চারটি পেট্রোল বোমা ও ২০০ গ্রাম গান পাউডার। এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








