News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৩, ১৮ জানুয়ারি ২০২০

স্ত্রী হত্যার দায়ে ছেলেসহ পল্লি চিকিৎসক আটক

স্ত্রী হত্যার দায়ে ছেলেসহ পল্লি চিকিৎসক আটক

 লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রী হত্যার দায়ে এক পল্লি চিকিৎসককে ছেলেসহ আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন বাহাদুর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-বাহাদুর পাড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল খালেক(৫০) ও তার ছেলে জসিম উদ্দিন(১৯)।

স্থানীয়রা ও পুলিশ জানান, “বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে পল্লী চিকিৎসক আব্দুল খালেক স্ত্রী জরিনা বেগমকে(৪৫) শারীরিকভাবে নির্যাতন করে আসছে। ১০/১৫ দিন পূর্বে স্বামী খালেক স্ত্রীর জন্য একটি শাড়ি কেনেন। শাড়িটি স্ত্রীর পছন্দ না হওয়ায় ফেরত পাঠান। এ কারণে প্রায় ২ সপ্তাহ ধরে স্বামী আব্দুল খালেক ও তার ছেলে জসিম উদ্দিন রশি দিয়ে বেঁধে জরিনাকে মারপিট করতো।”

মঙ্গলবার সকালে ও দুপুরে একইভাকে স্ত্রী জরিনাকে বেধড়ক মারপিট করেন স্বামী পল্লি চিকিৎসক আব্দুল খালেক। এতে জরিনা গুরুতর আহত হলে বাড়িতে আটক রেখে নিজেই চিকিৎসা দেন।

অভিযোগ রয়েছে, জরিনার ভাইরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে তাদেরও ধাওয়া করে খালেক ও তার ছেলে জসিম উদ্দিন। অবশেষে সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান জরিনা বেগম।

খবর পেয়ে পুলিশ জরিনার লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত পল্লি চিকিৎসক আব্দুল খালেক ও তার ছেলে জসিম উদ্দিনকে আটক করে।

 জরিনার মৃতদেহ বুধবার লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার ওসি (তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্ত্রী হত্যার দায়ে খালেক ও তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”
 
নিউজবাংলাদেশ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়