জঙ্গিবাদ নির্মূলে জাগরণ সৃষ্টি করতে হবে: শামসুজ্জামান
নারায়ণগঞ্জ: বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেছেন, জঙ্গিবাদ আমাদের সভ্যতাকে পিছিয়ে দেয়। আর সেই জঙ্গিবাদ নির্মূলে জাতীয় জাগরণ সৃষ্টি করতে হবে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান খান বলেন, “দেশে এখন শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলো নিয়ে অনেক বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হচ্ছে। কিন্তু আমি সেটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বলতে চাই না। কারণ বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি সমৃদ্ধশালী জাতি গড়ে তুলতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়া ছাড়া আলোকিত মানুষ গড়া সম্ভব নয়।”
সভ্য জাতিকে এগিয়ে নিতে হলে সুচিন্তিত পরিকল্পনা দরকার উল্লেখ করে তিনি বলেন, “সমৃদ্ধশালী বই প্রকাশের মাধ্যমে জাগরণ সৃষ্টি করতে হবে। নতুবা আমরা মানুষ পুড়িয়ে মারব-এমন অসভ্য সমাজের সৃষ্টি হবে। আমরা তা চাই না।”
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র দত্ত, বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালনা বোর্ড সদস্য খান মাহবুব।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








