টিভির হাই ভলিউমে দিনে দুপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণিরিএক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সজীব (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, ঘটনার শিকার শিশুটির বাবা-মা ফতুল্লার বিসিক শিল্প নগরীর একটি গার্মেন্টে কাজ করেন। গত সোমবার দুপুরের খাওয়া শেষে মেয়েকে বাসায়র রেখে স্বামী-স্ত্রী কাজে যান। এই সুযোগে একই বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাকের ছেলে সজিব তাকে নিজেদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় সজীব ঘরের টেলিভিশনের ভলিউম বেশ বাড়িয়ে দেয় যাতে বাইরে থেকে মেয়েটির চিৎকার শোনা না যায়।
এদিকে, কারখানায় কাজ শেষে বাসায় এসে বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা-মা স্থানীয় লোকজন ও বাড়িওয়ালাকে জানান। পরে মঙ্গলবার সকালে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে দুপুরে ধর্ষক সজীবকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই কোরবান আলী জানান, ধর্ষণের অভিযোগে সজীবকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








