News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৩, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৩, ১৮ জানুয়ারি ২০২০

সরকারি কাজে ব্যবহারিক বাংলা গ্রন্থ প্রকাশ

সরকারি কাজে ব্যবহারিক বাংলা গ্রন্থ প্রকাশ

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয় পকেট সাইজের ‘সরকারি কাজে ব্যবহারিক বাংলা’ ও ‘প্রশাসনিক পরিভাষা ২০১৫’ শীর্ষক দু’টি গ্রন্থ সংকলন প্রকাশ করেছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, প্রমিত ভাষারীতি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করার মাধ্যমে সরকারি কাজে ভাষার শুদ্ধতা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুসরণে এ গ্রন্থ দু’টি সংকলিত হয়েছে।
 
বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রতিদিনের কাজে এ গ্রন্থদুটি সহায়ক হবে বলেও প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়