জঙ্গি সন্দেহে রাবি ছাত্রসহ আটক ২
নাটোর: নাটোরে জঙ্গি সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুযুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চন্দ্রকোলা এসআই উচ্চবিদ্যালয় থেকে তাদের দুজনকে আটক করা হয়।
আটকৃতরা হচ্ছে, মনিরুল ইসলাম (২০) ও ইদ্দিস আলী (৩০)।
আটক মনিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং সিংড়া উপজেলার মাঝগ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং ইদ্দিস আলী সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের হামেদ আলীর ছেলে।
চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক বলেন,“আটক মনিরুল ইসলাম কিছু দিন আগে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের হামেদ আলীর ছেলে ইদ্দিস আলীকে অভিভাবক সাজিয়ে সিংড়া উপজেলা হিজলি সোনাপুর উচ্চবিদ্যালয় থেকে সপ্তম শ্রেণি পাশের সার্টিফিকেট দিয়ে চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। এরপর বিভিন্ন সময়ে স্কুলের ছাত্র-ছাত্রী সহ স্থানীয় যুবকদের ইসলামের কথা বলে জঙ্গি কার্যক্রমে অংশ গ্রহণের বিষয়ে উৎসাহিত করতে থাকে।”
তিনি বলেন,“বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক ও স্থানীয় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা মনিরুলকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মনিরুল স্বীকার করে সে রাজশাহী বিশ্বদ্যিালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। স্থানীয় লোকজনদের জঙ্গিবাদী কার্যক্রমে অংশ গ্রহণে উদ্বুদ্ধ করার জন্যই তিনি অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এছাড়া মনিরুল ইসলামের স্থানীয় অভিভাবক ইদ্দিস আলীকেও আটক করে পুলিশ।”
এবিষয়ে হিজলী সোনাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী বলেন, “মনিরুল ইসলাম নামে কোনো যুবককে তিনি চিনেন না। এমন কাউকে তিনি কোনো প্রকার বিদ্যালয় পরিত্যাগ পত্র সনদ দেননি।”
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, “জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহে পুলিশ মনিরুল ইসলামসহ ইদ্দিস আলীকে আটক করেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেইচ
নিউজবাংলাদেশ.কম








