ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৬৫) ও সৌরভ দাস (১৭)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে শ্রীনিবাস ও সৌরভ অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। একই সময়ে শ্রীনিবাস মালাকার নিজ বাড়িতে মারা যান।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত, ঢাকা-আখাউড়া রুটে ২ ট্রেনের যাত্রা বাতিল
পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








