News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩১, ৩ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে নৌকাডুবি, দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

রাঙামাটিতে নৌকাডুবি, দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় ভেসে ওঠে দীপেশ দেওয়ানের মরদেহ। এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নোয়াপাড়া এলাকায় ভেসে ওঠে অপর কলেজছাত্র ডেনিজেন চাকমার মরদেহ।

গত মঙ্গলবার রাতে নানিয়ারচরের জগন্নাথ মন্দিরে দুর্গাপূজা দেখে ফেরার পথে মহাজনপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে তারা নিখোঁজ হন। তবে নৌকায় থাকা আরও চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

আরও পড়ুন: গাজীপুরে ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত দু’জনই সাবেক্ষং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজের এবং দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়