ধানমন্ডিতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার
ঢাকা: রাজধানীর ধানমন্ডির ৭/এ’র একটি বাসা থেকে সাবিত হাসান নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্বার করেছে পরিবারের সদস্যরা।
সাবিত ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রোববার দুপুরে নিউজবাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেন ধানমন্ডি থানার এসআই জামাল।
তিনি জানান, সাবিত সিরাজগঞ্জ উল্লাপাড়ার দমাদম এলাকার বদরুল হাসানের ছেলে। পরিবারের সাথেই তিনি ধানমন্ডির ওই বাসায় থাকতেন।
তিনি আরো জানান, রোববার সকালে পরিবারের লোকজন ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তিনি বলেন, এখানে কর্তব্যরত চিকিৎসক সাবিতকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের আগে এ মৃত্যু আত্মহত্যা কীনা তা বলা সম্ভব নয়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








