রাকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে

ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) পদ্ধতিতে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
এর আগে ছাত্রদলসহ দুটি প্যানেল ম্যানুয়াল ভোট গণনার দাবিসহ ১২ দফা প্রস্তাব দেয়। তারা অভিযোগ করে, মেশিনে ভোট গণনা হলে কারচুপির আশঙ্কা রয়েছে। তবে সিইসি বলেন, “রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫। হাতে গণনা করলে ফলাফল পেতে কয়েক দিন সময় লাগবে। তাই ওএমআর শিট ব্যবহার করে ভোটগ্রহণ ও গণনা করা হবে।”
আরও পড়ুন: জাকসু নির্বাচনে ভিপি জিতু, জিএস মাজহারুল
এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসুতে ২৪৮ জন, সিনেটে ৫৮ জন এবং হল সংসদে ৬০০ জন প্রার্থী। রাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী।
নিউজবাংলাদেশ.কম/এসবি