News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৫

সরে দাঁড়ালেন জাকসু নির্বাচনের কমিশনার মাফরুহী সাত্তার

সরে দাঁড়ালেন জাকসু নির্বাচনের কমিশনার মাফরুহী সাত্তার

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মধ্যে অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিনি সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন।

অধ্যাপক মাফরুহী সাত্তার ফার্মেসি বিভাগের শিক্ষক এবং বিএনপিপন্থি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। 

তিনি জানান, নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগের সমাধান না করে ভোট গণনা চালিয়ে যাওয়ায় তিনি নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করছেন।

তিনি বলেন, নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে। অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি। এখন পদত্যাগ না করলে পরে যদি অনিয়মের কথা বলি, তখন প্রশ্ন আসবে কেন পদত্যাগ করি নাই।

আরও পড়ুন: পুনরায় শুরু জাকসু নির্বাচনের ভোট গণনা

গতকাল, বৃহস্পতিবার, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। নির্বাচনে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট পড়েছে। রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও আজ বিকেলে হঠাৎ তা বন্ধ হয়ে যায়। পরে ম্যানুয়েল পদ্ধতিতে ভোট গণনা পুনরায় শুরু করা হয়। গণনার কাজের জন্য পোলিং অফিসার বৃদ্ধি করা হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এবার নির্বাচনে পাঁচটি প্যানেল এবং বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে মোট চারজন শিক্ষক নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ান।

অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তার পদত্যাগের ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়া নিয়ে সর্তকতা দেখা দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়