পুনরায় শুরু জাকসু নির্বাচনের ভোট গণনা

ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পর আবারও এ ভোট গণনা শুরু হয়।
এর আগে এদিন বিকাল ৫টার পর হঠাৎ করেই ভোট গণনা বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা অবশিষ্ট ভোট গণনা শুরুর নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের জানান, পূর্বের ন্যায় ম্যানুয়ালি ভোট গণনা অব্যাহত থাকবে। তবে প্রক্রিয়া দ্রুত করার জন্য ভোট গণনা টিমের সংখ্যা বাড়ানো হবে।
আরও পড়ুন: হঠাৎ বন্ধ জাকসু ভোট গণনা, চলছে জরুরি বৈঠক
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। ভোটগ্রহণ শেষ হলেও বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়েছিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ শুক্রবার রাত ১০টার পরে ফলাফল ঘোষণা করা হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি