News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ বন্ধ জাকসু ভোট গণনা, চলছে জরুরি বৈঠক

হঠাৎ বন্ধ জাকসু ভোট গণনা, চলছে জরুরি বৈঠক

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ বন্ধ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার একদিনের বেশি সময় পার হলেও ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভোট গণনা স্থগিত রাখার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে একটি জরুরি বৈঠক রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন ও কমিশন সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে এবং শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পরে ভোট গণনা শুরু করা হয়।

প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের জানান, আজকের লোকবল দিয়ে বিকেল নাগাদ হলভিত্তিক ভোট গণনার হিসাব শেষ করার কথা ছিল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও হঠাৎ জরুরি বৈঠকের কারণে গণনা বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: জাকসুর ফল রাত ১১টার মধ্যে ঘোষণার আশা নির্বাচন কমিশনের

এদিকে, ভোট গণনা বন্ধ থাকা কারণে রির্টানিং কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে যে, ভোট গণনা ওএমআর পদ্ধতিতে হবে নাকি ম্যানুয়ালি। ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে মূলত ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু হলেও, ওএমআর পদ্ধতিতে গণনা করা না হলে বাকি ৩টি হলের ভোট গণনা বন্ধ রাখা হবে। ভোট গণনা পদ্ধতি নিয়ে শিক্ষার্থী ও পদপ্রার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

জারুরি বৈঠক শেষে ভোট গণনার পরবর্তী পদ্ধতি ও ফলাফল প্রকাশের সময় ঘোষণা করা হবে।

নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি উত্তপ্ত থাকায় শিক্ষকরা বৈঠক আহ্বান করেছেন এবং বিভিন্ন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দিয়েছেন।

এই নির্বাচনের পুরো প্রক্রিয়া, ভোটার সংখ্যা, ভোটারের উপস্থিতি, পদ্ধতি, এবং ভোট গণনা স্থগিতের সকল তথ্য এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধৈর্যসহ অপেক্ষার মধ্যে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়