News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ১২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৬:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসুর ফল রাত ১১টার মধ্যে ঘোষণার আশা নির্বাচন কমিশনের

জাকসুর ফল রাত ১১টার মধ্যে ঘোষণার আশা নির্বাচন কমিশনের

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। ইতোমধ্যে ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানান, প্রাথমিক জটিলতা কাটিয়ে উঠেছেন তারা। তিনি বলেন, “আজকের প্রস্তুতি ও লোকবল অনুযায়ী বিকেলের মধ্যে হলগুলোর ভোট গণনা শেষ হবে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশ করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, শুরুতে ওএমআর মেশিনে ভোট গণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সময় বেশি লাগছে।

ভোট গ্রহণ শুরুর নির্ধারিত সময় সকাল ৯টা হলেও দু-একটি হলে দেরিতে শুরু হয় এবং কিছু হলে মাঝপথে ভোটগ্রহণ স্থগিত ছিল। বিশেষ করে বড় দুই হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে হঠাৎ ভিড় বেড়ে যায়। নিয়ম অনুযায়ী সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ায় ওই কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স আসতে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় লাগে। সব কেন্দ্রের বাক্স আসার পর রাত ১০টার দিকে গণনা শুরু হয়।

রাশিদুল আলম বলেন, “ম্যানুয়াল ভোট গণনায় সবার আগে থেকে যথেষ্ট প্রস্তুতি ছিল না। তাই শুরুর দিকে ধীরগতিতে কাজ হয়েছে, পরে অবশ্য গতি বেড়েছে।”

আরও পড়ুন: জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন ও জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। ৬৭টি পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে মাত্র ২৪টি পদে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া ২১টি হলের মধ্যে দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়