জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনায় দায়িত্ব পালনকালে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি পোলিং এজেন্ট হিসেবে সিনেট ভবনে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: জাকসু নির্বাচনে ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯
এদিকে এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ প্রার্থী। বামপন্থি, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট ৮টি প্যানেল নির্বাচনে অংশ নেয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি