News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪০, ৫ অক্টোবর ২০২৫

চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা

চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা

ফাইল ছবি

অর্থনৈতিক অস্থিরতা ও কাঙ্ক্ষিত সংস্কারের অভাবের প্রেক্ষাপটে আগামী তিন-চার মাস দেশের জন্য আরও চ্যালেঞ্জিং হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, আমাদের অন্তত চেষ্টা করতে হবে যাতে পরবর্তী সরকারের জন্য একটি কার্যকর পদচিহ্ন রেখে যাওয়া যায়। যদি আপনারা নিজেরাই পদচিহ্ন অনুসরণ না করেন তাহলে জনগণই আপনাদের রাস্তায় নামিয়ে আনবে। ইতিহাসের আবারও পুনরাবৃত্তি হতে পারে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংক খাতের দুর্বলতা ও মানবসম্পদের মান উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যাংক খাতের কর্মকর্তাদের শুধু প্রশিক্ষণ যথেষ্ট নয়। তাদের মনের প্রশিক্ষণও খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রশিক্ষিত কিন্তু অসৎ মানুষ অনেক সময় অপ্রশিক্ষিত মানুষের চেয়ে বেশি ক্ষতি করতে পারে।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারণে কিছু ঘাটতি আছে। মাত্র ১৪ মাসে আগের সব ভুল শুধরে ফেলা কঠিন। তাই জনগণের ধৈর্য দরকার। আমরা চেষ্টা করছি আগামী কয়েক মাসে কিছু মৌলিক সংস্কার কার্যকর করতে।

আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ। 

সমাপনী বক্তব্যে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, দেশের ব্যাংকিং খাতকে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করতে আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) সিইও নাসের এজাজ বিজয়, অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমান এবং গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ, নৈতিকতা, দক্ষতা এবং নীতিনির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও ব্যাংকিং খাতের উন্নয়ন ভাবনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়