News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩২, ১২ আগস্ট ২০২৫

অর্থনীতি স্থিতিশীল, পাচার অর্থ ফেরত আনাই চ্যালেঞ্জ: অর্থ উপদেষ্টা

অর্থনীতি স্থিতিশীল, পাচার অর্থ ফেরত আনাই চ্যালেঞ্জ: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সামগ্রিক উন্নয়ন এবং অর্থ পাচার, দুর্নীতি মোকাবিলা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অগ্রগতির কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি দেশের অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিক অবস্থা সন্তোষজনক এবং আগামীর জন্য আশাব্যঞ্জক।

মঙ্গলবার (১২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। 

তিনি জানান, দেশের অর্থনীতি এখন সংকট থেকে অনেক দূরে, স্থিতিশীলতার পথে রয়েছে এবং এ বছর জিডিপি প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছাতে পারে। মূল্যস্ফীতির হার গত বছরের ১৪ শতাংশ থেকে কমে এ বছরের জুলাইয়ে ৮.১৬ শতাংশে নেমেছে। সরকারের লক্ষ্য এটি আরও কমিয়ে ৬ শতাংশে নিয়ে যাওয়া।

তিনি আরও জানান, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে মোট ১২টি দেশে অর্থ পাচার হয়েছে। পাচারের ১১টি কেস এখন সরকারের হাতে এসেছে, যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য গঠিত টাস্কফোর্স ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে বিদেশে অর্থ ফেরত আনা দেশের অভ্যন্তরীণ থেকে অনেক বেশি জটিল ও সময়সাপেক্ষ, বিশেষ করে যদি সংশ্লিষ্ট দেশগুলো সহযোগিতা না করে।

আরও পড়ুন: যতদিন ক্ষমতায় থাকব আর্থিক খাতের সংস্কার চালিয়ে যাব: অর্থ উপদেষ্টা

রাজস্ব আহরণের বিষয়েও তিনি বলেন, এটি এখনো বড় চ্যালেঞ্জ হলেও উন্নতির জন্য কাজ চলছে। আগের সরকারের সময় নেওয়া রাজনৈতিক প্রকল্পগুলো বাদ দিয়ে যৌক্তিক প্রকল্পগুলোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারকে আগের সরকারের ঋণগুলো পরিশোধ করতে হয়েছে। এতে আদানি, সেভরনসহ বড় বড় প্রতিষ্ঠানের ঋণ রয়েছে। সরকার বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে ঋণ পুনর্গঠন ও সুদের বিষয়ে আলোচনা করছে।

রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তবে সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো সুশাসন নিশ্চিতকরণ ও দুর্নীতি প্রতিরোধ।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে সমতাভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে। বড় অর্থনৈতিক সংস্কারগুলো কিছুটা সম্পন্ন হয়েছে, বাকি কাজ নির্বাচনের পরবর্তী সরকার সম্পাদন করবে। তার লক্ষ্য, এমন কিছু অগ্রগতি গড়ে তোলা যাতে পরবর্তী সরকার আগের সরকারের ভুল নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়